কবরের সাওয়াল জবাব ও ইকামাতে দ্বীন এক মহান দায়িত্ব মহান কাজ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

শাহ্ মোঃ ওয়াইছ মিয়া রচিত কবরের সাওয়াল জবাব ও ইকামাতে দ্বীন এক মহান দায়িত্ব মহান কাজ বই ২টির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৩ মে) রাতে কামাল বাজার তালিবপুর শাহ্ তালিব-শাহ্ জাকির (রহ.) ফাউন্ডেশনের আয়োজিত শাহ লুতফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. হাসমত উল্লাহ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ।
অনুভুতি প্রকাশরে বক্তব্য দেন বইয়ের লেখক শাহ্ মোঃ ওয়াইছ মিয়া।
অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন, শহীদ সুলেমানের ছোট ভাই শিক্ষানুরাগী মাওলানা বোরহান হোসাইন, কামালবাজার ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম সালেহী, হাজী তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম আলী, এডভোকেট মাহবুব।
ফয়সাল আহমদ সুবহেদার এর সঞ্চালনায় সুচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বায়জিদ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, হাজী হামিদ আলী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুক আহমেদ, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ফয়সাল, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আলিম উদ্দিনসহ সকল শ্রেণী পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশনা অনুষ্ঠান শেষে শাহ মো. ওয়াইজ মিয়ার পবিত্র হজে গমন উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,’কবরের সাওয়াল জবাব তাদের জন্যই সহজ হবে যারা আল্লাহকে প্রকৃত অর্থে রব, হুকুম দাতা, বিধান দাতা মানবে। আর ইকামাতে দ্বীন, এক মহান দায়িত্ব, মহান কাজ মনে প্রাণে বিশ্বাস করে দিনের দায়ী হিসেবে কাজ করবে। তারাই হবে সফল। কারণ ইকামাতে দ্বীনের কাজ একটি ফরজ কাজ।
Related News

কবরের সাওয়াল জবাব ও ইকামাতে দ্বীন এক মহান দায়িত্ব মহান কাজ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
শাহ্ মোঃ ওয়াইছ মিয়া রচিত কবরের সাওয়াল জবাব ও ইকামাতে দ্বীন এক মহান দায়িত্ব মহানRead More

লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
ফকির লালন শাহকে বৈষম্যবিরোধী উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘লালন ফকিরRead More