একুশ মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে
বাংলাদেশ বেতার এর সাবেক পরিচালক ড. মির শাহ আলম ও সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের প্রফেসর গাইনী বিশেষজ্ঞ ডাঃ জামিলা আলম এর মেয়ে সৈয়দা সেতারালম মানছুরা একুশ যশোর মেডিকেল কলেজে জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য মনোনিত হয়েছে।
সৈয়দা সেতারালম মানছুরা একুশ সিলেট ব্লু বার্ড স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। সে এসএসসি ও এইচ এসসিতে জিপি এ ৫ পেয়েছে। সে মানব কল্যাণে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পড়া লেখা করতে ইচ্ছুক।
সৈয়দা সেতারালম মানছুরা একুশ সকলের দোয়া প্রার্থী।
Related News
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষথেকে প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষ থেকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী দরিদ্র মানুষেরRead More

