কমলগঞ্জে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে ভেড়াছড়া এলাকাবাসীর মানববন্ধন

কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের সুষ্টু তদন্তের মাধ্যমে মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে ভেড়াছড়াসহ বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিকের সভাপতিত্বে ও মুফতি আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,নিহত ইকবালের শশুড় জুনাব আলী,মো: রুমন আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,মোশাহিদ আলী,আব্দুস সোবহান,নজরুল,কবির উদ্দিন,শফিকুল ইসলাম সুফি,সৈয়দ তারেক আহমদ,ও আয়েশা বেগম প্রমুখ।
এসময় বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে(জুনাব আলীর মেয়ে ও ইকবাল আহমদ এর স্ত্রী ) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ২৬এপ্রিল শনিবার বিকেলে ইকবাল তার শশুর বাড়ি ভেড়াছড়া থেকে
নিজ বাড়ি চৈত্রঘাট যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে।
Related News

দুই উপদেষ্টার গাড়ি আটকে রেখে বিক্ষোভের ঘটনায় তিনজন গ্রেফতার
সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি দেলোয়ারRead More

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করারRead More