Main Menu

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক

ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলস্থ ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে ডিবিএল গ্রুপ। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম. আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, অর্থনৈতিক অঞ্চলের ১৬৭.৬ একর বরাদ্দকৃত জায়গায় ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ১০টি শিল্প ইউনিট প্রতিষ্ঠা করা হবে। যেখানে প্রায় ৬০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *