Main Menu

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধিনতার সুফল ভোগ করছি, অধ্যক্ষ সুজাত আলী রফিক

সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতা পেতাম না। আজ আমরা স্বাধীনতার জন্য জনপ্রতিনিধি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানে অনেক প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সাইফুল হোসেন ফটিক আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা তার বিদেশ যাত্রার শুভকামনা করছি।
বৃহস্পতিবার ( ৯ মে ) রাতে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও মাদ্রাসা মাঠে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরন মিয়ার সভাপতিত্বে, মাস্টার আক্তার হোসেন, নুরুদ্দিন ইমন ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন শাওন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল হোসেন ফটিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মো. শাহানুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা নজির আহমদ আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ, স্পেন প্রবাসী আব্দুল মালিক আজির, বিশিষ্ট মুরব্বী হাজী চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা আনছার উদ্দিন, সাবেক মেম্বার মক্তার আলি, ব্যবসায়ী সাব্বির আহমদ, মেম্বার মুক্তার আলী ইউপি সদস্য নেছার আহমদ, নিজাম উদ্দিন, এম ইউ লাহিন, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, বিশিষ্ট ব্যাংকার জামাল আহমদ, মাস্টার জামাল আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল বাসিত, মহানগর যুবলীগ নেতা শাহজাহান, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবলু, যুবনেতা আঙ্গুর আলম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন, আলী হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হুসাইন আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জুনেদ আহমদসহ রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সাইফুল হোসেন ফটিককে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *