Main Menu

ঘূর্ণিঝড় মিধিলি : অর্ধশতাধিক স্থানে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ৩ জন নিহত

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি তাণ্ডব চালিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এতে গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। দেশের ৫১ স্থানে রাস্তার ওপর উপড়ে পড়ে গিয়েছিল।ফায়ার সার্ভিস এসে গাছগুলো অপসারণ করেছে ।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সংস্থাটি জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ ৫১ স্থানে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে চারটি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার স্টেশনগুলো গাছ অপসারণ করে রাস্তা যান চলাচলের উপযোগী করে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে সারা দেশে তিনজন মারা গেছেন। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইলে এক ব্যবসায়ী, চট্টগ্রামের সন্দ্বীপে এক বৃদ্ধ ও মিরসরাইয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *