Main Menu

Thursday, May 14th, 2020

 

সিলেটে ১৬ জন করোনা রোগী সুস্থ হলেন

সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৬ ব্যক্তি। তারা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত ৮ দিনে এ হাসপাতাল থেকে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। বেলা ২টার দিকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। জানা গেছে, সিলেট জেলায় করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতাল থেকে গত ৬ মে ৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এছাড়া ৯ মে ৪ জন,Read More


জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের কারা মুক্তিতে মালেক মেম্বারের অভিনন্দন

বৃহত্তর সিলেট সদরের সন্তান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ প্রায় চার মাস কারাবরণ করে জামিনে মুক্তি পাওয়ায় সিলেট জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার। তিনি এক বিবৃতিতে বলেন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ একজন বিপ্লবী যুব নেতা। প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে দীর্ঘদিন কাগারে ছিলেন। তার মুক্তিতে সিলেট যুবদলের শক্তি সঞ্চারিত হবে। জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে।


ড. আনিসুজ্জামান আর নেই

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁর বাবার মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. আনিসুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ড. আনিসুজ্জামান। অসুস্থ হলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আজRead More


৩০ মে পর্যন্ত আবারোও ছুটি বাড়ল, কর্মস্থল ছাড়া যাবে না

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে। এই সময়ে ঈদের ছুটি ও অন্যান্য ছুটিও মোট ছুটির মধ্যে পড়বে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছাড়া ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা (স্বাস্থ্যবিধি) কঠোরভাবে মেনে চলতে হবে। তবেRead More


২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, ১০৪১ জন শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪১ জন। আর মারা গেছেন ১৪ জন। গতকাল বুধবার করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ১ হাজার ১৬২ জন। মারা গিয়েছিলেন ১৯ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যেRead More