Main Menu

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণ দিবস আজ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম প্রয়াণ দিবস আজ শনিবার (৫ ফেব্রুয়ারি)।
২০১৭ সালের ঐদিনে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৬ দফা ও ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সুরঞ্জিত সেনগুপ্তের ছিল অগ্রণী ভূমিকা। স্বাধীনতা সংগ্রামে একমাত্র বেসামরিক লোক তিনিই ৫নং সেক্টরের সাব-সেক্টর (টেকেরঘাট) কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে সত্তরের নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ মে দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন হোমিও চিকিৎসক। মা সুমতি বালা সেনগুপ্ত ছিলেন গৃহিণী। সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা বর্তমানে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য।
দলীয় সূত্রে জানা যায়, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে শোক র‌্যালি, সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মন্দিরে বিশেষ প্রার্থনা সভা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *