যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাষ্ট্রের মিশিগান শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার মোঃ কামাল হোসেন লিলু।
গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মিশিগান বিএনপি’র আংশিক কমিটিকে অনুমোদন দিয়েছেন।
মিশিগান বিএনপির নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি সিলেটের দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি চট্টগ্রামের মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক সিলেটের সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিলেটের মঞ্জুরুল করিম তুহিন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু বিগত দিনে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে লিলু প্রবাসেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কার্যক্রমের সাথে সক্রিয় থাকায়, কাজের মূল্যায়ন হিসেবে তাকে মিশিগান বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লাভ করায় কামাল হোসেন লিলু বিএনপি চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দায়িত্ব পালনে লিলু সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির নবগঠিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লাভ করায় কামাল হোসেন লিলু-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোনাহর আলী সোহেল। অভিনন্দন বার্তায় তিনি বলেন, লিলুর নেতৃত্বে মিশিগানে বিএনপির কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
গণতন্ত্র দিবসের কর্মসূচি সফলের লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভায়
বাংলাদেশ জাতাীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিRead More
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর
‘আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য’ এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রRead More