চন্ডিপুলে ওয়ালটন-প্লাজার শো-রুম উদ্ধোধন
দক্ষিণ-সুরমার চন্ডিপুলে ওয়ালটন-প্লাজার শো-রুম এর উদ্ধোধন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে চন্ডিপুল পয়েন্টস্থ ফইজুর রহমান টাওয়ারের নিচ তলায় ওয়ালটন প্লাজার শো-রুম এর শুভ উদ্বোধন করেন ওয়াল্টনের বিক্রয় উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক মোঃ রায়হান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টোর কামরুজ্জামান খান, সিনিয়র ডেপুটি ডিরেক্টোর ওয়াহিদুজ্জামান তানভীর, উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শোরুম-ইনচার্জ দেবদুলাল চক্রবর্ত্তী ও অনলাইন-মার্কেটিং ম্যানেজার বিশ্বদ্বীপ চক্রবর্তী বিশাল এবং পি,এম,ডি ০৬ এর এরিয়া ম্যানেজারবৃন্দ, ক্রেডিট মনিটরিংগণ এবং মৌলভীবাজার ও সিলেট জোনের ম্যানেজারবৃন্দ, ওয়ালটন মোবাইল, এসি, টিভি, ল্যাপটপ, এর মনিটরিংবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

