সিডনি থেকে শুরু হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’র বিদেশ ভ্রমণ
সুন্দরবনে র্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। বানিয়েছেন দীপংকর দীপন। গত ২৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এরপর থেকে দর্শকের দারুণ সাড়া পাচ্ছে। ফলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির হলও বেড়েছে।
দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা করছে ‘অপারেশন সুন্দরবন’। শুরুটা হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে। সেখানকার সিডনি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমাটির প্রিমিয়ার শো। আগামী ৭ অক্টোবর সিডনির ব্যাংস্টাউন হয়টস সিনেমায় প্রদর্শিত হবে সিয়াম-রোশানদের অভিযানের চিত্র। আয়োজনে ক্রেজি টিকিটস ও পথ প্রডাকশন।
এ প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপনের উচ্ছ্বাস ভরা মন্তব্য, “সিডনির মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দেশের বাইরে যাত্রা শুরু করতে যাচ্ছে। আশা করি, প্রবাসী বাঙালিরা তাদের পরিচিত বিদেশি নাগরিকদেরও হলে নিয়ে আসবেন। আমাদের ছবিতে সাবটাইটেল করা আছে। সুতরাং সবাই দেখতে পারবেন এটি।”
পথ প্রডাকশনের হেড অব কনটেন্ট সাকিব ইফতেখার বলেন, “আমরা বিশ্বাস করি, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ও সিনেমার উৎকর্ষের একটা সুন্দর চিত্র বাঙালি ও অবাঙালি দর্শকের কাছে তুলে ধরতে পারবো।”
এছাড়া ক্রেজি টিকিটস-এর কর্ণধার ওয়াহেদ সিদ্দিকীও সিনেমাটির সিডনি যাত্রা নিয়ে আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, তাসকিন রহমান, সামিনা বাশার, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি বর্তমানে দেশের ৪৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
Related News
শর্তসাপেক্ষে ‘ফারাজ’ চলচ্চিত্র মুক্তির অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট
ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এরRead More
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের
আগামী শনিবার পর্দা উঠছে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ)। দুইদিনব্যাপী এ উৎসবে বিশ্বেরRead More