Main Menu

দ্রুত পদক্ষেপে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে

 

সরকারের দ্রুত পদক্ষেপে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে সবকিছুর দাম বাড়ানোর বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। তা মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পণ্য কেনাকাটায় ভোক্তাদের আরও সচেতন হওয়ার প্রয়োজন। জনগণের সামনে অনেক সমস্যা রয়েছে। জনগণের মধ্যে মূল্য নিয়েও অসন্তোষ রয়েছে। তবে পণ্যের মান ও মূল্য সঠিক রয়েছে কিনা এ বিষয়ে ভোক্তাদের আরও বেশি সচেতন হতে হবে। পণ্যের দামের স্থিতিশীল অবস্থার বিষয়ে কাজ করতে হবে। এ বিষয়ে ভোক্তা পর্যায়েসহ কনসাস কনজুমার্স সোসাইটিকে (সিসিএস) আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রমজান এলে পণ্যের দাম বেড়ে যায়। কারণ রমজানে ভোক্তারা প্রতিযোগিতা ধরে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে। অধিক কেনাকাটার বৈজ্ঞানিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়া ব্যবসায়ীরাও বেশি মুনাফার জন্য পুরাতন পণ্য বিক্রি ও মিথ্যা বলে তা বিক্রির চেষ্টা করে। সেসময় গুণগত মান নিয়েও প্রশ্ন দেখা দেয়। তবে সচেতনতাই বড় বিষয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, জনসম্পৃক্ততা ছাড়া কোনো কিছু সম্ভব নয়।‌ প্রতিনিয়ত প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে। যেমন, রডের দাম, গুড়ো দুধের দাম, বর্তমানে অস্থিরতা তেলের দাম নিয়ে। প্রতিটি জায়গায় ভোক্তারা প্রতারিত হচ্ছে। ২১৭ জন সদস্য দিয়ে ১৮ কোটি জনগণকে সেবা দেয়া সম্ভব নয়।

তিনি বলেন, ভোজ্য তেলের কারচুপির সঙ্গে যেসব ব্যবসায়ী জড়িত তাদের একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন, তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *