Main Menu

দেশ ছাড়ার আগে করোনা আক্রান্ত ৩ নারী ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ দুপুরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন। তার আগে করা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন দলটির তিন সদস্য। যেখানে একজন ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফের সদস্য।

যারা করোনা পজেটিভ হয়েছেন, তাদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। বিসিবির এক সূত্র এই তথ্য জানিয়েছে। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার কথা নিগার সুলতানা জ্যোতির। তবে তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।

বিশ্বকাপ অভিযানের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে গতকাল নুজহাত তাসনিয়াকে যোগ করে স্কোয়াড বড় করা হয়।

নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলে এসে মিরপুরে মাত্র ৫ দিন ক্যাম্প করতে পেরেছে টিম টাইগ্রেস।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *