Main Menu

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট

গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেই পজেটিভ খেলা উপহার দিচ্ছে চা পাতার দেশের দলটি। পেয়েছে ভালো মানের পুঁজি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে যা যথেষ্ট।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নামে তারা। যেখানে মোহাম্মদ মিথুন আর নাজমুল হোসেন শান্তের দারুণ সূচনার পর জাকির হাসানের ঝড়ো অর্ধশতকে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৭ রান।

সেখান থেকে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫১ বলে ৮২ রানের এক অবিচ্ছেদ্য জুটি গড়ে তুলেন জাকির হাসান। গত আসরের ছন্দ এই আসরেও যেন ধরে রেখেছেন তিনি। বরং বলা যায় আরো ধারালো, আরো শাণিত। মাত্র ৩২ বলে স্পর্শ করেন অর্ধশতক।

সেখানেই থামেননি জাকির। ইনিংসটাকে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা উচ্চতায়। ক্যারিয়ারের তৃতীয় বিপিএল অর্ধশতককে নিয়ে গেছেন ৪৩ বলে ৭০ রানে। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ক্যাম্ফারকেও অবশ্য আউট করতে পারেনি, তিনি অপরাজিত ছিলেন ২০ বলে ২৬ রানে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *