Main Menu

মডেল ইউনিয়ন গড়তে খাজাঞ্চীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন, শফিউল আলম চৌধুরী নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে খাজাঞ্চী ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন। যে ব্যক্তি প্রবাসে থেকে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের সেবা করেন, তিনি খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান হলে কখনই জনগণের বরাদ্দ লুটপাট করে খাবেন না। তাই ৩১ জানুয়ারী স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী আরশ আলী গণিকে নির্বাচিত করুণ। খাজাঞ্চীর উন্নয়নের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী নিবেন। আর আমরা থাকব সার্বিক সহযোগিতায়। তিনি শনিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রীতিগঞ্জ বাজারে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণা মিছিল শেষে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
শফিউল আলম চৌধুরী নাদেল এ সময় আরও বলেন, সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু এই ইউনিয়নে সরকার দলীয় কোনো জনপ্রতিনিধি না থাকায় কোন উন্নয়ন হয়নি। যারা ইউনিয়নের দায়িত্বে ছিলেন তারা এই এলাকার উন্নয়ন না করে তাদের পকেটের উন্নয়ন করেছেন। আপনাদেরকে কথা দিচ্ছি এই এলাকায় নৌকার বিজয় হলে নির্দিষ্ট বরাদ্দের চেয়ে সরকারের পক্ষ থেকে অনেক বেশি বরাদ্দ পাবেন।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। সভায় ‘নৌকার মাঝি’ আরশ আলী গণি বলেন, খাজাঞ্চী ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ৩১ জানুয়ারী আপনারা ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন। বিনিময়ে আমি আপনাদের কাঙ্খিত উন্নয়ন উপহার দেব। আপনাদের দেওয়া ভিক্ষার ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের আমানত আমি খেয়ানত করব না কথা দিচ্ছি। করলে এর বিচার আপনরাই করবেন।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় নির্বাচনী শেষ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট সদর উপজেলার কান্দিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু। জনসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা লায়েক হাসান অভি, গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা বিদ্যাভূষণ চক্রবর্তী ও স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন। বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ সভাপতি শাহ মুজিবুর রহমান। মিছিল ও জনসভা শুরুর পূর্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়। মিছিল ও জনসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *