Main Menu

তুরস্কের কৃষ্ণসাগর উপকূলে বন্যায় ২৭ জনের প্রাণহানী

তুরস্কের উত্তরে কৃষ্ণসাগর উপকূলের প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ২৭ জনের প্রাণহানী হয়েছে।

বুধবার ভারী বৃষ্টিপাতের ফলে বারতিন, কাসতামোনু ও সিনোপ প্রদেশে সৃষ্ট ব্ন্যায় শুক্রবার পর্যন্ত এই প্রাণহানী ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা বিষয়ক দফতর এএফএডি।

এর আগে বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনের প্রাণহানী হয়।

বন্যায় মৃত ব্যক্তিদের জন্য শোক জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেন, ‘আল্লাহ আমাদের ১৭ নাগরিকের ওপর রহমত নাজিল করুন, যারা কাসতামোনু, সিনোপ ও বারতিনে বন্যায় প্রাণ হারিয়েছেন।’

এদিকে বন্যায় উপদ্রুত অঞ্চল থেকে হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

তুর্কি দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা বিষয়ক দফতর এএফএডি জানিয়েছে, বন্যায় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু কিছু স্থানের সাথে সড়ক
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হেলিকপ্টারের সাহায্যে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

অপরদিকে বন্যায় বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সতর্কতার জন্য অন্তত ১০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়।

তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের উত্তরাঞ্চলে প্রতি বছরই বর্ষায় বন্যা সৃষ্টি হয়। গত বছরের বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *