Main Menu

সিলেট সদর উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমরা যারা সরকারের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা রয়েছি সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আর এই উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এ উন্নয়ন বাস্তবায়ন করতে হলে সকলের সমন্বয় একান্ত প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদের। যার যার নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তাই আমরা সবাই এক হয়ে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্থ করতে পারবে না।
সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সম্রাট হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সিলেট জেলা  মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. নাহিদ আরজুমান বানু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনির, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার দ্বিজরাজ বর্মন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সমাজসেবা অফিসার নুসরাত-এ- ইলাহী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোর্শেদ আহমদ চৌধুরী মাসুম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান যুব উন্নয়নের চেক বিতরণ, কৃষি অফিসের পাওয়ার স্প্রেয়ার মেশিন বিতরণ ও অসহায় মানুষের মধ্যে ঢেউ টিন বিতরণ করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *