গাজায় হামাসের সামরিক শিবিরে ইসরাইলি হামলা
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী রোববার রাতে গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক শিবিরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
ইসরাইলি বিমানবাহিনীর জঙ্গিবিমান হামাস সদস্যদের ব্যবহার করা কয়েকটি ভবন-সংবলিত একটি সামরিক ঘাঁটিতে ওই হামলা চালায় বলে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান।
ওই মুখপাত্র জানান, ঘাঁটির অবস্থান ছিল একটি স্কুলের কাছাকাছি বেসামরিক এলাকায়।
ওই মুখপাত্র আরো জানান, রোববার সকালে হামাসের আগুন সৃষ্টির বেলুন উড়ানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়। তিনি জানান, ওইসব বেলুনে এসকল রিজিওন্যাল কাউন্সিলে আগুন ধরে যায়।
এদিকে গাজার মাছ ধরার সীমা ১২ নটিক্যাল মাইল থেকে কমিয়ে ছয় নটিক্যাল মাইল করার কথাও ঘোষণা করে ইসরাইল।
মাত্র ১২ দিন আগে গাজার মাছ ধরার সীমা ৯ নটিক্যাল মাইল থেকে ১২ নটিক্যাল মাইল করা হয়েছিল।
সূত্র : জেরুসালেম পোস্ট
Related News
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More
গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More

