Main Menu

‘চিরকুমার’ সদস্যদের কার্যক্রম সম্প্রচার করবে এনটিভি!

চিরকুমারদের সংগঠন ‘চিকু সংঘ’। যে দলের অন্যতম সদস্য আবার সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবনের মতো অভিনেতারা! যারা এবার নামছেন মাঠে। চালাবেন নানাবিধ কর্মসূচি।

সেই কার্যক্রম ধারাবাহিকভাবে সম্প্রচার করতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি!

মূলত এটি কোনও বাস্তব ঘটনা নয়। তবে এমনই এক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার-চিকু সংঘ’। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করছেন তুহিন হোসেন।

ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং চলছে এখনও। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে নাটকটির পোস্টার ও টিজার বেশ আলোচিত হয়েছে।

সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্ন লুকে এ নাটকে দেখা যাবে বলে জানান নির্মাতা তুহিন।

নির্মাতার ভাষ্যে, ‘‘প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন ‘চিকু সংঘ’। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।’’

আরেকটি দৃশ্যে ফারিয়া ও লাভলুআরেকটি দৃশ্যে ফারিয়া ও লাভলু
এই নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *