Main Menu

তারকাবহুল ‘বীরত্ব’ মুক্তি পেল ৩৫ হলে

আজ দেশের ৩৫ হলে মুক্তি পেল ‘বীরত্ব’। সিনেমাটিতে সিনেমা ও নাটকের শিল্পীদের যেনো দারুণ এক মেলবন্ধন ঘটেছে। মুক্তির আগে ছবিটির সংবাদ সম্মেলনে তেমন কথাই জানানো হয়। যাতে অভিনয় করেছেন সিনেমার ইমন নিপুণ, নবাগত সালওয়া। এবং নাটকের ইন্তেখাব দিনার,নাসিম, মনিরা মিঠু ও কচি খন্দকার।

তারকাবহুল এই সিনেমায় আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়,বড়দা মিঠু, মআরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।

সাইদুল ইসলাম রানা পরিচালনায় এই সিনেমার গল্পটা মফস্বল শহরের। সেখানকার সাধারণ মানুষের আবেগ-অনুভূতি যেমন জড়িত, তেমনি আছে অন্ধকার জগতের ভয়াবহতা। সবকিছু ছাপিয়ে গল্পটিতে মুখ্য হয়ে ওঠে চিকিৎসকদের ত্যাগ ও বীরত্বের আখ্যান।

যেসব হলে মুক্তি পেয়েছে বীরত্ব :

ঢাকায়

স্টার সিনেপ্লেক্স– বসুন্ধরা শপিং মল (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ (ফার্মগেট), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (পুরান ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), চন্দ্রীমা (শ্রীপুর, সাভার), নিউ গুলশান (জিঞ্জিরা), সৈনিক ক্লাব (ঢাকা)

ঢাকার বাইরে

সিলভারস্ক্রিন (চট্টগ্রাম), চাঁদমহল (কাঁচপুর), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), মমতা (মাধবদী, নরসিংদী), শাপলা (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সাধনা (রাজবাড়ী), বনলতা (ফরিদপুর), রুপকথা (শেরপুর), তিতাস (পটুয়াখালী), বিজিবি (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), ময়ুরী (বাঘ আঁচড়া), রাজ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), চিত্রালী (খুলনা), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাংগাইল), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স- (সিলেট), শঙ্খ (খুলনা), রূপকথা (পাবনা), সংগীতা (সাতক্ষীরা)।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *