নিজে কাজ করলে আত্মসম্মান থাকে: শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি এসবের দিকে বেশি নজর দিচ্ছি আমরা৷ খুব দরকার এগুলোর। সারা দুনিয়ার ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাথে চলতে হলে আমাদেরকেও যেতে হবে৷ কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টারের পাশাপাশি শান্তিগঞ্জে বিটাক হচ্ছে, আরেকটা ট্রেনিং সেন্টার হবে। এক কথায় জনগণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সব ধরনের কাজ করবো আমরা।
বৃহস্পতিবার (৫ মে) সকালে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলায় দুইমাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করছেন। অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। তাদের কাজকে আমরা সম্মান জানাই। তবুও যদি তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান তাদের কাজের অভাব হবে না। এজন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কাজ শিখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে ৩-৪ লাখ টাকা আয় করছে। কি সুযোগ আল্লাহ দিয়েছেন। নিজে নিজের কাজ না করলে সম্মান পাওয়া যায় না। নিজে কাজ করলে আত্মসম্মান থাকে, অন্ধের মত চললে হবে না। পরের কথায় যারা চলে ছাড়া তারা অধম। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে সেটা তোমাকেই বেঁছে নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, কিচ্ছু কিচ্ছু মানুষ আছে যারা মানুষকে ভুল বুঝায় আমরা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলি। এটা মোটেও ঠিক না আমরা সবসময়ই আল্লাহর কথা বলি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলি। কারণ এটা আমরা আল্লাহর কাছে শিখেছি। আল্লাহ আমাদের শিক্ষক। তাই নিজের দেশের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে৷ যারা অসম্মান করে কথা বলে তারা অধম৷ অন্য দেশের চেয়ে আমার দেশ খারাপ নয়। জাপান, আমেরিকা কিংবা সৌদি আরবই হোক। তাদের চেয়ে আমরা খারাপ নই। আমরা আমাদের সম্মান নিয়ে সারা পৃথিবীতে মাথাঁউচু করে আছি৷ কাজেই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক শাহনুর আলম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস প্রমুখ।
Related News

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More

সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More