সোমালিয়ায় গাড়িবোমা হামলা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৮

সোমালিয়ার রাজধানী মগাদিসুতে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
প্রত্যক্ষদর্শী ও সোমালিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের একটি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে। মগাদিসু পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা গুণে দেখেছি- ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ শিক্ষার্থীও রয়েছে।’
তিনি জানান, জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে একজন আত্মঘাতি হামলাকারি এ হামলা চালায়। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা রক্ষী বাহিনীর কোনো সদস্য আহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
Related News

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More