আবারও কলকাতার সিনেমায় মিথিলা

নিজ দেশ পেরিয়ে ওপার বাংলাতেও এখন বেশ প্রশংসিত জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি কলকাতায় তিনি শেষ করেছেন ‘মায়া’ নামের একটি সিনেমার কাজ। সেই ছবি মুক্তির আগেই নতুন খবর দিলেন এই নায়িকা।
কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। কলকাতার এই নতুন মিশনের কথা এক টুইটে নিশ্চিত করেছেন মিথিলা।
মিথিলা বর্তমানে স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, ‘দুর্দান্ত গল্প ও চরিত্রের জন্য কাজটি করতে সম্মতি দিয়েছি। এই দুটি বিষয় আমার কাছে খুবই গুরত্বপূর্ণ। চরিত্রের মধ্যে বিভিন্ন শেড আছে। একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবন যাপন করতে শেখে।’
মিথিলা ছাড়াও এতে অভিনয় করবেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতার মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং।
বাংলাদেশ জার্নাল
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More