আফগানিস্তানে সমন্বিত রাজনৈতিক সমাধান চায় পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন যে আফগানিস্তানে একটি সমন্বিত রাজনৈতিক সমাধান চায় তার দেশ। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন বলে আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে।
আফগান সঙ্কট নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়।
তিনি আরো বলেন, রাজনৈতিকে উপায়ে আফগান সঙ্কট সমাধানে পাকিস্তানের পূর্ণ সমর্থন আছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এক ফোনালাপের সময় শাহ মাহমুদ কোরেশি এসব কথা বলেছেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ফোনে আলোচনা করেছেন।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, লাভরভকে শাহ মাহমুদ কোরেশি বলেছেন যে পাকিস্তান আর এ অঞ্চলের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। লাভরভকে কোরেশি আরো বলেছেন যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এ অঞ্চলের অন্যান্য দেশের সাথে আলোচনা করবেন।
সূত্র : আল-জাজিরা
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More