জাতীয় শোক দিবসে জেলা শিল্পকলা একাডেমির পুরস্কার প্রদান
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের পক্ষ থেকে ১৫ আগস্ট সকাল ৮:৩০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বেলা ১২:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত অনলাইনভিত্তিক চিত্রাংকন, আবৃত্তি, ভাষণ ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় পরিচালিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনোয়ার সাদাত, ভূমি অধিগ্রহণ কর্রকর্তা ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা প্রমুখ। প্রতিযোগিতায় মোট ৬৪ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এখানে উল্লেখ্য যে, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ১২ আগস্ট অনলাইনভিত্তিক চিত্রাংকন, আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০ আগস্ট সিলেট মহানগর এবং ১৪ আগস্ট সিলেট জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সংগীত, আবৃত্তি ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Related News
সৎ মেয়ের বিরুদ্ধে অভিনেত্রী রূপালী গাঙ্গুলির মামলা
সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছেRead More
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিকRead More