চেয়ারম্যান আব্দুল মনাফ এর ভাইয়ের মৃত্যুতে সদর উপজেলা জামায়াতের শোক

সিলেট সদর উপজেলার ৮নম্বর কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফের বড় ভাই আলহাজ্ব আব্দুর রাজ্জাক সানুর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার (১৯ মে) এক শোক বার্তায় দেন সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, আমীর এডভোকেট মুমিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার সহ আত্মীয়—স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সানুর ১৮ মে বেলা ২টা ৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯ মে বাদ আছর কান্দিগাঁও জামে মসজিদে নামাজে জানাজার শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ রাজনীতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবগন উপস্থিত ছিলেন।
Related News

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More

সাইক্লোনের স্মরণসভা কবি মুকুল চৌধুরী সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন, ডা. বাবুল হোসাইন
কবি মুকুল চৌধুরী সিলেটের সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন একজন বিশ্বাসী কবি। তারRead More