Main Menu

শাবিতে ফরাসউদ্দিন, ৫০ বছরে দেশের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। এ সময়ে দেশ অনেক কিছুই অর্জন করেছে। ইতিবাচক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন , মানব উন্নয়ন সূচকে সন্তোষ জনক অগ্রগতি, বৈদেশিক মুদ্রা অর্জনে উর্ধ্বগতি, মাথাপিছু আয় বৃদ্ধি সহ অনেক ক্ষেত্রেই দেশ এখন অনুকরনীয়।

শুক্রবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

আগামী দিনগুলোতে জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যেই দেশের সকলকে একযোগে কাজ করে যেতে হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন।

সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রকীব।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *