পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকিরণ নিয়ে কী বলছে ইউক্রেন ও রাশিয়া?

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শহরগুলোতে শনিবার রাতে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিকিরণ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে আশার কথা হলো, সেই শঙ্কা বাস্তবে রূপ নেয়নি। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, ওই গোলাবর্ষণের ঘটনার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক অপারেটরের তরফেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষই ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কার বিষয়টি সামনে নিয়ে এসেছে। এমন আশঙ্কা জানিয়ে অঞ্চলটিতে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ।
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More