পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকিরণ নিয়ে কী বলছে ইউক্রেন ও রাশিয়া?

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শহরগুলোতে শনিবার রাতে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিকিরণ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে আশার কথা হলো, সেই শঙ্কা বাস্তবে রূপ নেয়নি। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, ওই গোলাবর্ষণের ঘটনার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক অপারেটরের তরফেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষই ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কার বিষয়টি সামনে নিয়ে এসেছে। এমন আশঙ্কা জানিয়ে অঞ্চলটিতে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More