ইসলাম গ্রহণের পর জার্মান তরুণীর নতুন নাম জায়নাব

ইসলাম গ্রহণ করেছেন অ্যানা হুমেল নামের এক জার্মান তরুণী। এরপর নিজের নতুন নাম রেখেছেন জায়নাব।
শনিবার তুরস্কের মারদিন প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি। মারদিনের প্রাদেশিক মুফতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি সবাইকে নিশ্চিত করেন।
জায়নাব জার্মানিতে হিসাম দারবিশ নামে এক সিরীয় যুবককে বিয়ে করেছেন। ওই যুবকের পরিবার থাকে মারদিনে। স্বামীর পরিবারে বেড়াতে এসে ইসলামে প্রবেশ করলেন জায়নাব।
তিনি জানান, তার বয়স যখন ১৪, তখন থেকেই ইসলামের প্রতি অনুগত এবং শ্বাশত এ ধর্ম সম্পর্কে জানাশোনার চেষ্টা করতেন।
মুসলিম হওয়ার পর মারদিনের মুফতি জায়নাবকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানান এবং পবিত্র কুরআনে কারিম উপঢৌকন দেন।
মারদিনের মুফতি জানান, জায়নাব সম্পূর্ণ নিজের ইচ্ছা ও আগ্রহেই ইসলাম গ্রহণ করেছেন। কোনো চাপে পড়ে তিনি এ সিদ্ধান্ত নেননি। এভাবেই একেকজন করে ইসলামী পরিবারকে বড় করছে।
উল্লেখ্য, জায়নাব নামের প্রসিদ্ধ অর্থ সুগন্ধী ফুল। তাছাড়া রাসূল সা:-এর এক স্ত্রী ও এক মেয়ে উভয়ের নাম জায়নাব ছিল। স্ত্রীর পূর্ণ নাম জায়নাব বিনতে জাহশ এবং মেয়ের নাম জায়নাব বিনতে মোহাম্মাদ। তার মা হজরত খাদিজা রা:।
সূত্র : আলজাজিরা
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More