ইসলাম গ্রহণের পর জার্মান তরুণীর নতুন নাম জায়নাব
ইসলাম গ্রহণ করেছেন অ্যানা হুমেল নামের এক জার্মান তরুণী। এরপর নিজের নতুন নাম রেখেছেন জায়নাব।
শনিবার তুরস্কের মারদিন প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি। মারদিনের প্রাদেশিক মুফতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি সবাইকে নিশ্চিত করেন।
জায়নাব জার্মানিতে হিসাম দারবিশ নামে এক সিরীয় যুবককে বিয়ে করেছেন। ওই যুবকের পরিবার থাকে মারদিনে। স্বামীর পরিবারে বেড়াতে এসে ইসলামে প্রবেশ করলেন জায়নাব।
তিনি জানান, তার বয়স যখন ১৪, তখন থেকেই ইসলামের প্রতি অনুগত এবং শ্বাশত এ ধর্ম সম্পর্কে জানাশোনার চেষ্টা করতেন।
মুসলিম হওয়ার পর মারদিনের মুফতি জায়নাবকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানান এবং পবিত্র কুরআনে কারিম উপঢৌকন দেন।
মারদিনের মুফতি জানান, জায়নাব সম্পূর্ণ নিজের ইচ্ছা ও আগ্রহেই ইসলাম গ্রহণ করেছেন। কোনো চাপে পড়ে তিনি এ সিদ্ধান্ত নেননি। এভাবেই একেকজন করে ইসলামী পরিবারকে বড় করছে।
উল্লেখ্য, জায়নাব নামের প্রসিদ্ধ অর্থ সুগন্ধী ফুল। তাছাড়া রাসূল সা:-এর এক স্ত্রী ও এক মেয়ে উভয়ের নাম জায়নাব ছিল। স্ত্রীর পূর্ণ নাম জায়নাব বিনতে জাহশ এবং মেয়ের নাম জায়নাব বিনতে মোহাম্মাদ। তার মা হজরত খাদিজা রা:।
সূত্র : আলজাজিরা
Related News
এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ
আগামী ১২ মাসের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ উপস্থিতি অবসানের পক্ষে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ রায়Read More
লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ২
ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দু’জন নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More