২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের জন্য অনুমোদন পায় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ‘মায়া’ ছবি। সেই প্রজ্ঞাপনে দেখা যায়, এর পরিচালক হিসেবে হিমেল আশরাফের নাম।
তবে সর্বশেষ তথ্য হলো, ছবিতে থাকছেন না এই পরিচালক।
‘মায়া’ সিনেমা থেকে হিমেল আশরাফের বাদ পড়া প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই ছবিটি নিয়ে সব জানাবো। কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।’
বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠজন। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন নায়ক।
আগামী ১৫ আগস্ট দীর্ঘ নয় মাস পর দেশে ফিরবেন শাকিব। এরপর ছবিটির কাজ শুরু করবেন। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। সম্প্রতি তাদের ‘গলুই’ ছবি মুক্তি পেয়েছে। যার পরিচালক এসএ হক অলিক।
অন্যদিকে, চলতি বছরে আমেরিকায় বসেই শাকিব ঘোষণা দেন তার নতুন ছবি ‘রাজকুমার’-এর। যার পরিচালক হিমেল আশরাফ।