Main Menu

নেপালের সাথে ড্র করেই ফাইনালে বাংলাদেশ

প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে এমনিতেই ফাইনালের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। আজকের ম্যাচে নেপালের সাথে ড্র করলেও ফাইনালে ওঠার কথা ছিল বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে সে কাজটাই করলেন পিয়াস আহমেদ নোভারা।

দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সেইসাথে ফাইনালও নিশ্চিত করে নিলেন তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে নিজেরা যেমন গোল আদায় করতে পারেনি, তেমনি নিজেরাও গোল হজম করেনি। প্রথমার্ধ শেষ হলো তাই গোলশূন্য ড্র দিয়ে।

এরপর ম্যাচের ৬৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৮তম মিনিটে সমতায় ফেরে নেপাল।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ আসিফ, তানভির হোসেন, আজিজুল হক অনন্ত, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, মোহাম্মদ নাহিয়ান, আক্কাস আলি, রাজন হাওলাদার

নেপাল একাদশ
ইসওয়ার গুরুং, আয়ুস গালান, অজয় চৌধুরী, অমর স্রেষ্ঠ, কৃতিশ রত্ন চুন্নু, দিপেশ গুরুং, অশিষ রাজ, অবিশেক ওয়াইবা, সুগাম সুয়াল, সন্দিপ কারকি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *