সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ঢাকা জেলার ত্রাণ সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জের বন্যা দুর্গতদের মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ঢাকা জেলা অর্থায়নে, কেন্দ্রীয় কমিটি, সিলেট বিভাগ ও জেলা কমিটির সার্বিক সহযোগিতায় এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজলের প্রত্যক্ষ দিক নির্দেশনায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৭ জুন) সকাল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দরা।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাহোপ সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, বাহোপ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজল, বাহোপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ এ এ এম সিহাব উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব ডাঃ দীলিপ কুমার দাস, সিলেট বিভাগীয় ত্রাণ সম্পাদক ডাঃ কাজী মোঃ রিয়াজ উদ্দিন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেলের ম্যানেজিং কমিটির সদস্য ডা: তাপস কান্তি দেব, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাঃ মালা রানী দে, ডাঃ পলি রানী মজুমদার, ডাঃ গোপিকা রঞ্জন চক্রবর্তী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও ত্রাণ সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত ডা: রাজু লাল বেগী, ডাঃ সুনিল চন্দ্র দাস, ডাঃ কিবরিয়া, দুর্গাপাশা ইউনিয়নের সদস্য মোঃ আবুল হাসান, সাবেক মেম্বার ফজলুল করিম, হবিগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক ডাঃ মোঃ শাহ আলম মিয়া, প্রশিক্ষণ সম্পদক ডাঃ মোঃ নুর উদ্দিন, মাসুদুর রহমান মুমেল , মোঃ সুমেল করীম প্রমূখ।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত বাহোপ সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
Related News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More