রাশিয়া ইউক্রেনের আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত

রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। কিয়েভের পদক্ষেপে এ আলোচনা স্থবির হয়ে পড়ে। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ভøাদিমির মেডিনস্কি এ কথা জানিয়েছেন। খবর তাস’র।
বেলারুশের ওএনটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের পক্ষে আমরা সংলাপ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছি। তবে আমি জোরদিয়ে বলবো পরবর্তী শান্তি আলোচনার বল এখন ইউক্রেনের কোর্টে। কেবলমাত্র ইউক্রেনের পদক্ষেপের কারণেই এ শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়।’
মেডিনস্কি বলেন, ‘রাশিয়া কখনো আলোচনার কথা প্রত্যাখান করেনি। এমনকি শীর্ষ পর্যায়ের আলোচনাও। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বারবার আলোচনার কথা পুনর্ব্যক্ত করেছেন। এ ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের (দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে) বৈঠকের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন।’
তিনি আরো জানান, এ ধরনের বৈঠকের জন্য খসড়া প্রস্তাবপত্র প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, ‘চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ও চুক্তিপত্র স্বাক্ষরে রাষ্ট্র প্রধানদের বৈঠকে বসতে হবে।’
মেডিনস্কির ভাষ্য অনুযায়ী, এক মাস আগে রাশিয়ার পক্ষ ইউক্রেনের পক্ষে একটি খসড়া চুক্তিপত্র তৈরি করার কথা উল্লেখ করে এবং এ চুক্তিপত্রের অধিকাংশ শর্ত ইতোমধ্যে মেনে নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘চুক্তিটির ব্যাপারে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। কিন্তু তারপর থেকে ইউক্রেনের পক্ষে সংলাপ অব্যাহত রাখার কোন আগ্রহ দেখছি না। তাই, আমাদের আলোচকরা বিশ্রামে রয়েছেন।’
‘এক্ষেত্রে বল এখন তাদের (ইউক্রেনের) কোর্টে।’
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More