সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলায় আবৃত্তি নিয়ে মুক্তাক্ষর

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় শনিবার ২৬ ফেব্রæয়ারি। একদিনের বইমেলার আয়োজন করে প্রথম আলো বন্ধু সভা সিলেট। সকাল থেকে বইমেলা চললেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বিকেল বেলা। বিকেল সাড়ে ৩টায় প্রথম আলো বন্ধু সভার সদস্যরা জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের নাম ঘোষণা হয়।
আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলাম এর বেশ কিছু কবিতা নিয়ে ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ‘ নির্মাণটি মঞ্চে উপস্থাপন করা হয়। কণ্ঠধ্বনিতে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের বিথি, পিউ, হিমেল, পূজা, সুচিত্রা, শুচি, ত্রিপর্ণা, মণিষা, মন্ত্র ও ঐশিকা।
বইমেলার দর্শক-শ্রæতা ও বই প্রেমিদের পদচারণায় আয়োজনের সার্থকতা ফুটে উঠে আগত শিশু কিশোর ও অভিভাবকদের চোখে মুখে।
Related News

সৎ মেয়ের বিরুদ্ধে অভিনেত্রী রূপালী গাঙ্গুলির মামলা
সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছেRead More

খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিকRead More