Main Menu

সিলেটে জেলা প্রশাসনের এক লাখ কম্বল বিতরণ

সিলেট জেলা প্রশাসনের উদ্যাগে এক লাখ কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত নগরেে শাপরান মাজার, টিলাগড়, মিরাবাজার, নাইওরপুল, সোবানীঘাট, কাজীটুলা, নয়াসড়ক, মিরবক্সটুলা, চৌহাট্রা পয়েন্ট, রিকাবীবাজার, আম্বরখানা, মেজরটিলা, ওসমানী মেডিকেল রোডসহ বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান।

বিতরণকালে উপস্থিত উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) এ ইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয় প্রমূখ।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত ১ লাখ কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বলগুলো যাতে সঠিক মানুষ পায় তাই গভীররাতে নিজেই নিয়ে বের হয়েছি। নগরের বিভিন্ন স্থান ঘুরে প্রকৃত শীতার্ত মানুষের হাতেই কম্বল দেওয়া হয়েছে। আশা করি উন্নতমানের এসব কম্বল দিয়ে তারা এবারের শীত একটু উষ্ণতায় পার করতে পারবেন।

তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা তারা নিজে বিতরণ করছেন। আমাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *