Main Menu

কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিং উদ্বোধন

স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অনেক অর্জন আছে। এজন্যে যারা কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করবেন তাদেরকে শুধু ফুল দিয়ে নয় অন্যভাবে মূল্যায়ন করা হবে।

সিলেটে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিং-এ তিনি এ কথা বলেন। রিভিউ মিটিংয়ের প্রথমদিন বুধবারের সভায় সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বৃহস্পতিবার) সিলেট ও মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল বুধবার সকালে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। মেডিক্যাল অফিসার ডা. সিধু সিংহের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম.এন.সিএন্ড,এইচ স্বাস্থ্য অধিদপ্তর মহাখারী ঢাকা পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মোঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডা. মওলা বক্স চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস প্রতিনিধি, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ইউনিসেফ প্রতিনিধি ডা. জুসি মেরিনা অধিকারী, প্যাথ বাংলাদেশ প্রতিনিধি ডা. কামাল মেহেদী, এমএনসিএসপি সেইভ দ্যা চিলড্রেন প্রতিনিধি ডা. মো: খায়রুল আলম, সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো নুরুল হকসহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *