সিলেটের ২৬ ইউপিতে ভোট কাল, ইভিএম নিয়ে শঙ্কা
সিলেট প্রতিনিধি: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামীকাল সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা হবে ভোটগ্রহন। বরাবরের মতো এ ধাপের নির্বাচনেও সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেননা সংশ্লিষ্টরা। এছাড়া কালকের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনে নানা জটিলতারও আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা অভিযোগ করছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় ভোটে অনেকখানি ছন্দপতন ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই আঙুলের ছাপ না মেলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ছাড়া ইভিএম বুঝতে বয়স্ক ভোটারদের সময় বেশি লাগায় ধীরগতির কারণে অনেক কেন্দ্রে ভোটের সারি লম্বা হয়। এতে জটিলতা বাড়ে। একাধিক প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে অদ্যাবধি ইভিএমকে সাধারণ ভোটারদের মাঝে পরিচিত করার জন্য কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। ইভিএমে ভোট দেওয়া নিয়ে দ্বিধাদ্ব›দ্ব ও অজানা আশঙ্কায় ভুগছেন তাদের এলাকার ভোটাররা ।
ওসমানীনগরের চেয়ারম্যান প্রার্থী বলেন, ভোটাররা বলছেন ইভিএমে কীভাবে ভোট প্রদান করতে হয় সে সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। অথচ ভোটের একদিন বাকী। তবে জেলার এক নির্বাচন কর্মকর্তা বলেন, ইভিএম পদ্ধতি জাল-জালিয়াতি করার সুযোগ নেই। যিনি যাকে ভোট দেবেন তার নামেই ভোট কাউন্ট হবে। এর ব্যত্যয় ঘটার সুযোগ নেই। এ ধাপে সিলেট ও হবিগঞ্জের ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এগুলো হলো, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন। অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবেদুর রহমান আছকির জানান,এবার সুষ্টু নির্বাচন নিয়ে আশংকা রয়েছে। প্রশাসনের কাছে তিনি দাবী করেন, ভোটারগন যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করা।
Related News
বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানা
বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেনRead More
সিলেট-৩ আসনে লেবার পার্টির প্রার্থী দেওয়ান মতিউর রহমান খান মাজার জিয়ারতের মাধ্যামে প্রচারণা শুরু করলেন
সিলেট-৩ আসনে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান মতিউর রহমান খানRead More

