Main Menu

নিরপরাধ খালেদা জিয়া প্রতিহিংসার শিকার, খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কারাবন্দি নিরপরাধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গড়ে উঠা আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করে বলেন ক্ষমতাশীন নিশিরাতের সরকার প্রতিহিংসার বষবর্তি হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।

বুধবার বিকেলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য খন্দকার আব্দুল মুক্তাদির উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা স্বেচ্ছাসবেক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, তুহিন নাগ, শাকিল মোর্শেদ, তানভীর চৌধুরী তাহসিন, সৈয়দ খিজির হোসেন এনু, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, নজরুল ইসলাম, মানিকুর রহমান মানিক, আফছর খান, ইমাম উদ্দিন, কামরান হোসেন হেলাল, সৈয়দ সরওয়ার রেজা, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, আজিজ খান সজিব, আনোয়ার হোসেন খান, জেলা ও মহানগগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলী আনসার, আলী আকবর খান, প্রানেশ দেব, জুবায়ের আহমদ খান বাবলা, আব্দুল মুনিম, আক্তার হোসেন, দেওয়ান রেজা মজিদ, মালেক আহমদ, জুনেল আহমদ, আবির হাসান মুহিন, শহিদ হোসেন সাবু, দুলাল আহমদ, আব্দুল হামিদ মজলু, আব্দুস সালাম লয়লু, ছালেক আহমদ, আব্দুস সামাদ ফাহিম, ফয়েজ আহমদ খান বেলাল, সৈয়দ আমির আলী, চমক দে পল্লু, জুবেদ আমেরী, শেখ আব্দুল মনাফ, রুবেল বক্স, মেহেদী হাসান শপু, ফারুক আহমদ, সৈয়দ রহিম আলী রাসু, জাহাঙ্গীর হোসেন খান, কৃষ্ণ ঘোষ, জায়েদ আহমদ, শেখ মো: দিপু, আমজাদ হোসেন, লিয়াকত আলী ইমন, সুলেমান খা, আব্দুল আমিন, ঝলক আর্চায্য, নির্ঝর রায়, রায়হান আহমদ, দুলাল আহমদ প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *