Main Menu

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে সূচনা কর্মসূচির অভিজ্ঞতার বিনিময় ও সমাপনী সভা

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র ও অতিদরিদ্র ১,৪১৩ টি পরিবারের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে ইউকে-এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় সেভ দ্যা চিলড্রেনের নেতৃত্বে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ডফিস এবং আইডিই-এর কারিগরী সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বিগত অক্টোবর ২০১৮ ইং থেকে ৩১ শে ডিসেম্বর ২০২১ ইং পর্যন্ত সূচনা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। ৩১ ডিসেম্বর’২০২১ ইং জালালাবাদ ইউনিয়নে সূচনা কর্মসূচির কার্যক্রম সমাপ্ত হতে যাচ্ছে। এরই লক্ষে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে সূচনা প্রকল্পের সহযোগীতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভার অনুষ্ঠিত হয়। জিসিডিও হেলেন সরকারের সঞ্চালনায় সভার শুরুতেই উপজেলা সমন্বয়কারী মোঃ ছাদিকুর রহমান সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ৩১ ডিসেম্বর’২০২১ ইং সিলেট সদর উপজেলায় জালালাবাদ ইউনিয়নে সূচনা প্রকল্পের কার্যক্রম সমাপ্তি হচ্ছে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সূচনা প্রকল্পের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ মহিবল্ল্যাহ এবং সূচনার ৬ জন সফল উপকারভোগী তাদের সফলতার গল্প উপস্থাপন করেন। সভায় মতবিনিময় কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া তার ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা ও তাদের জীবন মান উন্নয়নে সহযোগীতার জন্য সূচনা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন এবং সূচনা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের সচিব রাজিব রায় উপস্থিত সূচনার উপকারভোগীদের অর্জিত সফলতা যেন ধরে রাখতে পারে এবং এগুলো কাজে লাগিয়ে তাদের জীবনের উন্নয়ন করতে পারে সে আশা ব্যক্ত করেন। সূচনার উপকারভোগীদের ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে আশা প্রকাশ করেন। তিনি সূচনা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। সভা পরবর্তীতে সূচনা পক্ষ থেকে উপকারভোগীদের তালিকা ইউনিয়ন পরিষদের নিকট হস্থান্তর করা হয় এবং একই সাথে জালালাবাদ ইউনিয়নের কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রের উপ সহকারী কৃষি কর্মকর্তা বিপ্রজিত দের কাছে হাজল ও হাজল ব্যবহারের উপকারীতা সম্মেলিত ফ্লিপচার্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যগণ, মহিলা সদস্যগন, মৎস্য অধিদপ্তরের লিফ বিলাল আহমেদ, প্রাণী সম্পদ অধিদপ্তরের সীল সিরাজুল ইসলাম, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি, সাংবাদিক, সূচনার উপকারভোগী ও সূচনার কর্মীবৃন্দ এবং সূচনা ওয়ার্ল্ডফিসের এফডিও আব্দুল হামিদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *