Main Menu

সরকারের সকল উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। জনগণ দেখছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের জন্য কি করছেন। এটা বলা লাগে না। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনার সরকার সকলকে ভ্যাক্সিনের আওতায় নিয়ে এসেছেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহৎ সংগঠন। আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর। সংগঠন শক্তিশালী থাকলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের পরিবর্তন আনার কোন স্কুপ থাকবে না।

তাই আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতা কর্মীর প্রতি আহবান জানান তিনি।

শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম।

এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, থানার ওসি পরিমল চন্দ্র দেব প্রমুখ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম,নিজাম উদ্দিন, যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহমেদ মোস্তাকিন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রী ইমরান আহমদ দিনভর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন এবং গোয়াইনঘাটের গোয়াইন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *