আফগানিস্তানে সমন্বিত রাজনৈতিক সমাধান চায় পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন যে আফগানিস্তানে একটি সমন্বিত রাজনৈতিক সমাধান চায় তার দেশ। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন বলে আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে।
আফগান সঙ্কট নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়।
তিনি আরো বলেন, রাজনৈতিকে উপায়ে আফগান সঙ্কট সমাধানে পাকিস্তানের পূর্ণ সমর্থন আছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এক ফোনালাপের সময় শাহ মাহমুদ কোরেশি এসব কথা বলেছেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ফোনে আলোচনা করেছেন।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, লাভরভকে শাহ মাহমুদ কোরেশি বলেছেন যে পাকিস্তান আর এ অঞ্চলের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। লাভরভকে কোরেশি আরো বলেছেন যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এ অঞ্চলের অন্যান্য দেশের সাথে আলোচনা করবেন।
সূত্র : আল-জাজিরা
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More