তাহিরপুরে নিখোঁজের ২৯ দিন পর মাঝির লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটায় স্রোতের কবলে পড়ে নিখোঁজ নৌকার মাঝি হারিছ মিয়ার লাশ ২৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে একই দিনে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বলদার হাওর থেকে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর বড়টেক এলাকায় পাহাড়ি ঢলের পানিতে লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর স্থানীয়রা।
খবর পেয়ে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নিখোঁজ খেয়া নৌকার মাঝির স্বজনরা এসে হারিছ মিয়ার লাশ শনাক্ত করে।
অপরদিকে একই দিন বিকালে বাদাঘাট ইউনিয়নের বলদার হাওরে অজ্ঞাত একজনের লাশ ভেসে উঠার খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার নিখোঁজ নৌকার মাঝিসহ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More