করোনায় ভারতে আরও ৩৮৭৪ মৃত্যু
করোনায় বিপর্যস্ত ভারত। কয়েকদিন ধরে মৃতের সংখ্যা চার হাজারের ওপরে থাকার পর এবার এক দিনে মৃতের সংখ্যা কিছুটা কমল; আর শনাক্ত হয়েছে দুই ৭৬ হাজার রোগী।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মে) সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেব প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন।
৪ হাজারের নীচে নামলেও ভারতে দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখন সর্বোচ্চ।
গত এক সপ্তাহের বেশি সময় ভারতে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশজুড়ে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন।
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More