পদ্মায় নৌকাডুবি : ৮ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আট দিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার সকালে পবা উপজেলার নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই তাদের লাশ ভেসে উঠে।
মৃতরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমন (১৪)।
সাদিয়া ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রিমনের বাড়ি নওগাঁয়।
সাদিয়া পবার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌকা ভ্রমণে গিয়েছিলেন।
রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, গত ২৫ সেপ্টেম্বর বিকালে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সাদিয়া ও রিমন নিখোঁজ হন।
লাশ না পেয়ে দুই দিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গত ২৬ সেপ্টেম্বর নগরীর দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।
সূত্র : ইউএনবি
Related News

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬Read More

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। রোববার (৬ এপ্রিল)Read More