Main Menu

উপ নির্বাচন নিয়ে ঢাকায় জাতীয় পার্টির আতিক ও বাবুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে ঢাকায় সংঘর্ষে জড়িয়েছেন এই আসনে জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক ও নজরুল ইসলাম বাবুলের সমর্থকরা।

বুধবার (৯ জুন) সকালে এই দুই নেতার সমর্থকরা ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ জড়ান। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার প্রদানের জন্য ডেকেছিলো জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। এজন্য সকালেই বনানীর দলীয় কার্যালয়ে হাজির হন মনোনয়ন প্রত্যাশী নেতারা। প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক নিজের অনুসারীদের নিয়ে সকালেই হাজির হন দলীয় কার্যালয়ে। এরপর অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন আরেক মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল।

এসময় দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া লেগে যায়। পরে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য এম এ শহীদ অভিযোগ করে বলেন, আমরা আতিকুর রহমান আতিককে নিয়ে বনানীর পার্টি অফিসের সামনে স্লোগান দেয়ার সময় নজরুল ইসলাম বাবুলের অনুসারীরা আমাদের উপর হামলা করেন।

এসময় দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম গেদুল, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পদক মামুনুর রশিদ মামুন, হাসান, বদরুলসহ আরো কয়েকজন আহত বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে আতিকুর রহমান আতিক ও নজরুল ইসলাম বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

প্রসঙ্গত, সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন আতিকুর রহমান আতিক, ইশরাকুল হোসেন শামীম, আহসান হাবিব মঈন, উসমান আলী, আব্দুর রহিম, নজরুল ইসলাম বাবুল, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, আব্দুল মালেক খানসহ ১১জন।

বুধবার অনুষ্ঠিত সাক্ষাতকার বোর্ডে ১০জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিককে মনোনয়ন প্রদান করেন মনোনয়ন বোর্ড।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *