Main Menu

আগস্টে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আগস্ট মাসে চীন ও রাশিয়া একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। আগস্ট মাসের শুরুর দিকে এ যৌথ সামরিক মহড়া আয়োজন করা হবে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, এ সামরিক মহড়া আয়োজনে চীন ও রাশিয়া দ্রুততার সাথে ১০হাজার সেনা প্রেরণ করবে। বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান, কামান, আর্মাড ভেইকল এ মহড়ায় অংশ নিবে। এ মহড়ায় যৌথভাবে শত্রুকবলিত এলাকা পরিদর্শন, পূর্ব সতর্কীকরণ, ইলেকট্রনিক তথ্যযুদ্ধ ও যৌথ আক্রমণের সক্ষমতা দেখা হবে।

দ্যা জাপাড বা মিথষ্ক্রিয়া-২০২১ নামের এ যৌথ সামরিক মহড়া চীনের স্বায়ত্বশাসিত প্রদেশ নিংজিয়াতে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পশ্চিমের এ প্রদেশটিতে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির দ্যা গ্লেবাল টাইমস পত্রিকা।

সূত্র : ইয়েনি সাফাক






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *