Main Menu

ভারি বর্ষণ: জাপানে আড়াই লাখ মানুষকে সরানোর নির্দেশ

ভারি বর্ষণে জাপানের দক্ষিণাঞ্চলের ২ লাখ ৪৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার দেশটির আবহাওয়া বিভাগ এ নির্দেশনা জারি করে। জাপান টাইমস এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের নাগরিকদের ওপর এ নির্দেশনা জারি করে। এরমধ্যে হিতোয়োসি দ্বীপের শহরটিও অন্তর্ভূক্ত রয়েছে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তা কাগোশিমা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নদী উপচে পড়া ও ভূমিধসের বিষয়ে বাসিন্দাদের উচ্চ সতর্ক থাকতে হবে।’ এ সময় তিনি তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেন।

ভারি বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিভিন্ন নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। বিপদসীমার উপর দিয়ে পানির প্রবাহ থাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

জাপানে ভারি বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও ভূমিকম্পের মতো দুর্যোগে প্রায়ই প্রাণহানির খবর পাওয়া যায়। সপ্তাহখানেক আগে দেশটির আতামি শহরে ভারি বর্ষণের পর সৃষ্ট ভূমিধস অন্তত ৯ জন মারা যান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *