১১ দিনের অভিযানে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক কতটুকু ধ্বংস করতে পেরেছে ইসরাইল?

গাজায় হামাসের নেতা দাবি করেছেন, ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।
গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরাইল বলেছিল, হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য।
শনিবার এক বক্তৃতায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ করে দিয়েছে তা আলাদা আলাদা ভাবে তালিকা করে তুলে ধরেন।
বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন, হামাস নেতা সিনওয়ার তার এই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার একবার বিজয় দাবি করেছেন।
সিনওয়ার বলেন, ইসরাইল তাদের সুড়ঙ্গে নেটওয়ার্কের তিন শতাংশের কম ধ্বংস করতে পেরেছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যারা গাজা নিয়ন্ত্রণ করে ইসরাইল বিমান হামলা চালিয়ে তাদের নজিরবিহীন ক্ষতিসাধন করতে পেরেছে বলে যে দাবি করেছে সিনওয়ারের দাবি নিঃসন্দেহে তার বিপরীত।
ইয়াহিয়া সিনওয়ার গত মাসের ১১ দিনের লড়াইকে ইসরাইলের বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা করেছেন।
তিনি আরো বলেছেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসেবে উঠে এসেছে।
আশার বলছেন, ইয়াহিয়া সিনওয়ার দাবি করেছেন হামাস তার শক্তিমত্তার যে প্রমাণ দিয়েছে তার সুবাদে হামাসের এখন পিএলও’র পুনর্বিন্যাস দাবি করার অধিকার জন্মেছে।
তিনি বলেছেন হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য উপদলগুলোর অংশগ্রহণ না থাকলে পিএলও’র আলোচনা শুধু কথাবার্তার মধ্যেই সীমিত থাকবে। তারা কোনো কিছু অর্জন করতে পারবে না।
সিনওয়ার আরো বলেন, ইসরাইলের সাথে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণেই ইসরাইল গাজায় হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।
সূত্র : বিবিসি
Related News

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More

ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৫
ইসরাইল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ জন নিহত ও আরো অনেকেই আহতRead More