কোভিড চিকিৎসার জন্য হাসপাতালে গেলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হেলিকপ্টারযোগে ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে পৌঁছেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, কোভিড-১৯ চিকিৎসার জন্য আগামী কয়েকদিন তিনি সেখানে অবস্থান করবেন। খবর এএফপি’র।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন-টুইটারে প্রেসিডেন্ট এমন ঘোষণা দেয়ার প্রায় ১৫ ঘণ্টা পর এ পদক্ষেপ নেয়া হলো। মার্কিন প্রশাসন জানায়, সাবধানতার অংশ হিসেবে এটা করা হয়।
প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকইনানি বলেন, ‘প্রেসিডেন্টের চিকিৎসক ও হাসপাতাল বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী তিনি আগামী কয়েকদিনের জন্য ওয়াল্টার রীডে প্রেসিডেন্টের দপ্তরের কাজ করবেন।’
প্রেসিডেন্ট সহযোগিতা ছাড়াই হোয়াইট হাউসের বাইরে আসেন এবং দ্রুত ওয়াল্টার রীডে যাওয়ার জন্য মাস্ক পরিধান করে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠেন।
ডার্ক স্যুট পরিহিত ট্রাম্প অপেক্ষারত সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তাদেরকে কোন প্রশ্ন করার সুযোগ না দিয়ে চলে যান।
এদিকে মেরিল্যান্ডের বেথেসডায় ওই হাসপাতালে পৌঁছানোর পর ট্রাম্পের টুইটারে দেয়া এক শর্ট ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানান।
ট্রাম্প বলেন, ‘আমি ওয়াল্টার রীড হাসপাতালে যাচ্ছি। আমি মনেকরি আমি অনেক সুস্থ রয়েছি।’
তিনি আরো বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন।’
প্রেসিডেন্ট ওই হাসপাতালে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট একটি মেডিকেল স্যুটে রয়েছেন। বাসস
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More